ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

কাজ ভাগাভাগি নিয়ে শ্রমিককে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, মে ৩০, ২০২২
কাজ ভাগাভাগি নিয়ে শ্রমিককে কুপিয়ে হত্যা

কুড়িগ্রাম: কুড়িগ্রাম শহরের জলিল বিড়ি ফ্যাক্টরিতে কাজ ভাগাভাগিকে কেন্দ্র করে মাঈদুল ইসলাম বাপ্পি (২২) নামে এক বিড়ি শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (৩০ মে) বিকেলে পৌর শহরের ফ্যাক্টরির ভেতরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বাপ্পি শহরতলীর ধরলা সেতু এলাকার মাটিকাটা মোড়ের খাদেম আলীর ছেলে এবং কুড়িগ্রাম মজিদা আর্দশ ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম পুরাতন শহরের জলিল বিড়ি ফ্যাক্টরিতে বাপ্পি ও খোকন দিনমজুরের কাজ করেন। বিকেল ৩টার দিকে ফ্যাক্টরির ভেতরে কাজ ভাগাভাগির ঘটনাকে কেন্দ্র করে তাদের দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে খোকন টেপ কাটার কাঁচি দিয়ে বাপ্পিকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে বাপ্পিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। বাপ্পির মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়ে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে জানা গেছে জলিল বিড়ি ফ্যাক্টরির ভেতরে কাজ ভাগাভাগি নিয়ে ওই দুই শ্রমিকের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে টেপ কাটার কাঁচির আঘাতে এক শ্রমিকের মৃত্যুর হয়েছে। এ ঘটনার পর খোকনকে গ্রেফতারে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মে ৩০, ২০২২
এফইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।