ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

তিন ছেলেসহ ওসি গোলাম সারোয়ারের নামে দুদকের মামলা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মে ৩১, ২০২২
তিন ছেলেসহ ওসি গোলাম সারোয়ারের নামে দুদকের মামলা  গোলাম সরোয়ার

ময়মনসিংহ: ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার ও তার তিন ছেলের নামে পৃথক চারটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয় বহির্ভূত তিন কোটি ৪৫ হাজার ৩৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এসব মামলা দায়ের হয়।

সোমবার (৩০ মে) দুদকের উপ-পরিচালক রামপ্রসাদ বাদী হয়ে দায়ের করা মামলাগুলি ময়মনসিংহের সিনিয়র বিশেষ জজ আদালতে দাখিল করেন।  

মামলার আসামিরা হলেন- ওসি গোলাম সরোয়ার, তার তিন ছেলে এনামুল হক, নাজমুল হক ও মঞ্জুরুল হক মামুন।  

বাংলানিউজকে মামলার সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সঞ্জীব সরকার।

দুদকের উপ-পরিচালক রামপ্রসাদ জানান, একটি অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অবসরপ্রাপ্ত ওসি গোলাম সরোয়ার ও তার তিন ছেলের বিরুদ্ধে তদন্ত কাজ চলছিল। র্দীঘ তদন্তে ওই অভিযোগের সত্যতা পাওয়ায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করেও ওসি গোলাম সরোয়ারের বক্তব্য জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মে ৩১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।