ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

স্কুলের মাঠে আ.লীগের সম্মেলন, সড়কে যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুন ১, ২০২২
স্কুলের মাঠে আ.লীগের সম্মেলন, সড়কে যানজট

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (১ জুন) সকাল থেকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের পাশে হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় ও হাজিরপাড়া সরকারি মাঠে সম্মেলনের আয়োজন করা হয়।

বন্ধ রাখা হয়েছে স্কুলের শিক্ষা কার্যক্রম। সম্মেলনের কারণে আশপাশের সড়কগুলোয় ব্যাপক  যানজট সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সকালে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টা থেকে দ্বিতীয় অধিবেশন শুরু হবে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সম্মেলন উপলক্ষে থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের কর্মী-সমর্থকদের ব্যাপক ভিড়। এ কারণে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের প্রায় ১ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন এ সড়কে চলাচলরত পথচারী ও যানবাহনের যাত্রীরা।

স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়ক বিভিন্ন কারণে খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা-চট্টগ্রাম থেকে ভোলা ও বরিশালসহ দক্ষিণাঞ্চলগামী সব যানবাহন এ রুটে চলাচল করে। আওয়ামী লীগের সম্মেলনের কারণে সড়কটিকে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

সকাল থেকে জেলার সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলা থেকে গাড়িবহর নিয়ে কয়েক হাজার নেতাকর্মী, সমর্থক সম্মেলনে যোগ দেন। পদ-প্রত্যাশীদের নেতাকর্মীরা সম্মেলনের অদূরে গাড়ি থামিয়ে মহাসড়ক দখল করে মিছিল নিয়ে সম্মেলনে আসেন। এতে মহাসড়কের চন্দ্রগঞ্জ থেকে বটতলী এলাকা পর্যন্ত চলাচল বিঘ্ন হচ্ছে।

জানা গেছে, দুপুর ১২টার দিকে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুল কাশেম জেহাদীর গাড়িবহর জকসিন বাজারের অবস্থান নিলে সেখানে যানজট সৃষ্টি হয়। ফলে জকসিন থেকে চন্দ্রগঞ্জ এলাকা গাড়ি চলাচল স্থবির হয়ে পড়ে। দীর্ঘক্ষণ এ পরিস্থিতি ছিল। এরপর তার নেতাকর্মীরা চরচামিতা এলাকায় এসে সড়ক দখল করে মিছিল শুরু করে। সেখান থেকে তারা সম্মেলনে যোগ দেন। এ সময় পুরো সড়কের দুই পাশে যান চলাচল থেমে যায়।

এদিকে সম্মেলনের কারণে বন্ধ রয়েছে হাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হামিদিয়া উচ্চ বিদ্যালয়। এ দুই শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে সম্মেলনের আয়োজন করা হয়েছে। নেতাকর্মী, সমর্থকরা মাঠসহ বিদ্যালয়ের বারান্দায় অবস্থান নিয়েছেন। স্কুলগুলোর কক্ষেও অবস্থান নেন তারা।

হাজিরপাড়া সরকারি স্কুলের প্রধান শিক্ষক নিলুফা ইয়াছমিন জানান, সম্মেলন হলেও স্কুল খোলা। তারা সব শিক্ষক স্কুলে রয়েছেন। কিন্তু শিক্ষার্থীরা স্কুলে আসেনি। সম্মেলনের কারণে হয়ত তারা স্কুলে আসেনি। যে কারণে সকাল থেকে পাঠদান হয়নি।

হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, মঙ্গলবার (৩১ মে) শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে বুধবার বিদ্যালয়ে পাঠদান হবে না। সংরক্ষিত ছুটির আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। অন্যান্যের মধ্যে ছিলেন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। এতে সভাপতিত্ব করেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবুল কাশেম চৌধুরী।

সম্মেলন নিয়ে ব্যস্ত থাকায় আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের সঙ্গে এ ব্যাপারে কথা বলা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ০১ জুন, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।