ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

সাংবাদিক অপুর ওপর হামলায় আরও একজন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুন ৫, ২০২২
সাংবাদিক অপুর ওপর হামলায় আরও একজন গ্রেফতার

বরিশাল: সময় টে‌লি‌ভিশ‌নের ব‌রিশা‌লে ব‌্যু‌রো প্রধান অপূর্ব অপুর ওপর হামলা ও অপহরণ চেষ্টার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকা একজনকে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। তবে এখনও অধরা রয়েছেন মূল অভিযুক্ত বরিশালের প্রভাবশালী ব্যবসায়ীর স্বজন নূরে আলম ও এক সময়ের ত্রাস জাহিদুল ইসলাম জেহাদ।

গ্রেফতার মো. হাবিব ওরফে ট্যারা হাবিব বরিশাল নগরের বাসিন্দা। রোববার (৫ জুন) দুপুরে তাকে গ্রেফতারের খবর নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।

তিনি বলেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অভিযান চা‌লি‌য়ে হা‌বিব ওর‌ফে ট‌্যারা হা‌বিব‌কে বরিশাল সদর উপজেলার লাহারহাট থে‌কে গ্রেফতার করা হয়েছে। সাংবা‌দিক অপুর ওপর হামলায় তার সম্পৃক্ততা র‌য়ে‌ছে। তা‌কে জিজ্ঞাসাবাদ চল‌ছে, এরপর আদাল‌তে নেওয়া হ‌বে।

ঘটনাস্থলের পাশে থাকা সিসিটিভির ফুটেজের তথ্য অনুযায়ী এই হা‌বিবই প্রথম সাংবা‌দিক অপুর পথ‌রোধ ক‌রে হামলা চালান। এরপর অন‌্যান্যের ম‌ধ্যে জিহাদুল ইসলাম জেহাদ অপু‌কে প্রাই‌ভেটকা‌রে ক‌রে অপহর‌ণের চেষ্টা ক‌রেন।

টিআইবির সদস‌্য শুভঙ্কর চক্রবর্তী ব‌লে‌ছেন, অপূর্ব অপুর মতো নি‌র্মোহ সাংবা‌দি‌কের ওপর হামলা ও তা‌কে অপহরণ চেষ্টায় মূল অভিযুক্তদের এখ‌নো আইনশৃঙ্খলাবা হিনীর সদস‌্যরা গ্রেফতার কর‌তে পা‌রে‌ননি। আমা‌দের আন্দোলন অব‌্যাহত র‌য়ে‌ছে সাংবা‌দিক ও সংগঠক অপুর ওপর হামলার বিচার দাবি‌তে। ধী‌রে ধী‌রে আমরা ক‌ঠোর আন্দোলনে যা‌বো।

ব‌রিশাল প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক এস এম জা‌কির হো‌সেন ব‌লেন, অপূর্ব অপুর ওপর হামলা ও অপহরণচেষ্টায় মূল অঅ‌ভিযুক্তরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা রাজপ‌থেই থাক‌বো। আইন-শৃঙ্খলা বা‌হিনীর প্রতি আমরা বিশ্বাস রাখ‌তে চাই।

গত ২৯ মে বিকেল সাড়ে ৩টার দিকে সময় টে‌লি‌ভিশ‌নের বরিশাল অফিসে যাওয়ার পথে ব্যুরো প্রধান অপূর্ব অপুকে নগরের শীতলাখোলা এলাকার মুমীতু ক‌মিউ‌নি‌টি সেন্টা‌রের সাম‌নে অপহরণের চেষ্টা করেন একদল সন্ত্রাসী। এই ঘটনার পরপরই বরিশালসহ সারাদেশে সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষ প্রতিবাদ শুরু করেন। ঘটনার ছয় দিন পর তিনজকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ। ঘটনার সাত দিন পর রোববার আরও একজন‌ গ্রেফতার হলেন। জব্দ করা হয়েছে অপহরণ‌চেষ্টায় ব‌্যবহৃত প্রাই‌ভেটকার‌টি। ত‌বে ধরা-ছোঁয়ার বাই‌রে রয়েছেন মূল অভিযুক্ত জেহাদ ও নূ‌রে আলম।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুন ০৫, ২০২২
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।