ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

জাতীয়

বাজেটের প্রশংসা করতে না পারা চিন্তার দৈন্যতা: তথ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জুন ১২, ২০২২
বাজেটের প্রশংসা করতে না পারা চিন্তার দৈন্যতা: তথ্যমন্ত্রী

ঢাকা: বিএনপি আগের দিনই বাজেট প্রতিক্রিয়ার বিবৃতি লিখে রাখে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেছেন, বিএনপি বাজেট তো ঠিকমতো পড়েওনি।

না পড়েই বিবৃতি দিয়ে দেয়। কিছু চিহ্নিত ব্যক্তি বিশেষ ও সংগঠন প্রশংসা না করলেও বিশ্বব্যাংক, আইএমএফ ও জাতিসংঘ প্রশংসা করে। আমাদের এই ব্যক্তি বিশেষরা প্রশংসা করতে পারেন না। এটা তাদের চিন্তার দৈন্যতা।

রোববার (১২ জুন) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ' গ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রস্তাবিত বাজেট নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমাদের সরকার টানা ১৪ তম বাজেট পেশ করেছে। এর আগে ১৩টি বাজেট পেশ করেছে। যখনই বাজেট পেশ করা হয় তখনই বিএনপি, কিছু চেনা মুখ, কিছু চেনা সংগঠন, অর্থনীতিবিদ বলে যারা নিজেদের পরিচয় দেন তারা সব সময় বাজেট নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এই গত সাড়ে ১৩ বছরে বাংলাদেশের বাজেটের আকার ৮ গুণ বেড়েছে।

তিনি বলেন, গত সাড়ে ১৩ বছরে মানুষের মাথাপিছু আয় প্রায় ৫ গুণ বেড়ে ৬০০ ডলার থেকে ২৮২৪ ডলারে উন্নীত হয়েছে। দারিদ্রের হার ৪১ শতাংশ থেকে ২০ শতাংশের নিচে নেমে এসেছে। অতিদারিদ্রের হার ১০ শতাংশে নেমে এসেছে। এটি হচ্ছে বাস্তবতা। একবারও দেখলাম না তারা প্রশংসা করেছে। খুব যৎসামান্য যেটা না করলেই নয়, সেটা কেউ কেউ করেছেন। কিন্তু চিহ্নিত কিছু ব্যক্তি বিশেষ প্রতিষ্ঠান, সংগঠন এবং বিএনপি ও তার মিত্ররা কখনো বাজেটের প্রশংসা করেনি। তাহলে সাড়ে ১৩ বছরে দেশ এগিয়ে গেল কীভাবে?

মূল্যস্ফীতি নিয়ে তিনি বলেন, করোনা মহামারি ও রাশিয়া- ইউক্রেন যুদ্ধের পর ইউরোপের অনেক দেশে মূল্যস্ফীতি বড়েছে।
ড. হাছান মাহমুদ বলেন, এই বাজেট হচ্ছে গরিববান্ধব বাজেট। ৯০ হাজার কোটি টাকার কাছাকাছি ভর্তুকি দেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তার জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। সেটা কার জন্য, বড় লোকের জন্য না, সেটা গরিবের জন্য। বিদ্যুৎ, গ্যাসে ও কৃষিতে ভর্তুকি দেওয়া হচ্ছে গরিব মানুষের জন্য। সেগুলো না বলে গতবাঁধা কথা মুখস্ত কথা…।   গত ১০ বছরের বাজেট প্রতিক্রিয়ায় সিপিডি একটি বারও প্রশংশা করতে পারেনি। আর বিএনপিতো আগেই বিবৃতি লিখে রাখে কী বলবে। বিশেষ করে তারা আগের দিনই বিবৃতি লিখে রাখে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জুন ১২, ২০২২
জিসিজি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।