ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বরিশালে সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জুন ১৫, ২০২২
খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বরিশালে সমাবেশ

বরিশাল: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা নিশ্চিতের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বুধবার (১৫ জুন) বেলা দেড়টার দিকে বরিশাল জেলা আইনজীবি সমিতির সামনে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা
ইউনিট।

সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সঞ্চলনায় এতে সভাপতিত্ব করেন বরিশাল ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টু।

সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেকুর রহমান লিঙ্কন, আইনজীবী ফোরাম সদস্য ও বরিশাল জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু।

সমাবেশে শেষে আইনজীবী সমিতি ভবনের দোতালায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এমএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।