ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জুন ১৬, ২০২২
গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে রফিকুল ইসলামের স্ত্রী রহিমা বেগম (৩৫) ও তাদের ছেলে রিফাতের (১২) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাড়ির পাশে মাঠে গরু চরাতে যান রিফাত। এ সময় জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক সেচপাম্পের তারে গরুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়। তখন গরুকে বাচাতে রিফাতও বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি টের পেয়ে ছেলেকে বাঁচাতে গেলে মা রহিমা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে পাশের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বৈরাগীরহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ মিলন চ্যাটার্জি বাংলানিউজকে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ১৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।