ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

দেওয়ানগঞ্জে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জুন ১৬, ২০২২
দেওয়ানগঞ্জে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু প্রতীকী ছবি

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে খালের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরের দিকে উপজেলার চিকাজানি ইউনিয়নের গ্রাম ডাকাতিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- ওই পাড়ার মোজ্জাফর হোসেনের মেয়ে মিথিলা আক্তার (১২) ও আছর উদ্দিনের মেয়ে আসমানী বেগম (১২)। তারা দু’জন টাকিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, দুপুরে ছাগলের জন্য গাছের পাতা সংগ্রহ করে বাড়ির পাশের খাল সাঁতরে পার হয়ে বাড়ি আসার সময় মাঝখানে এসে ডুবে যায় মিথিলা ও আসমানি। এলাকাবাসী এ দৃশ্য দেখে খালে নেমে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

চিকাজানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহাম্মেদ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জুন ১৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।