ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

যাত্রাবাড়ীতে পুলিশের সোর্সকে ছুরিকাঘাতে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
যাত্রাবাড়ীতে পুলিশের সোর্সকে ছুরিকাঘাতে হত্যা প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী মৎস আড়তের পেছনে আশরাফুর (৫৪) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আশরাফুর যাত্রাবাড়ী থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।

সোমবার (১১ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর আশরাফুরকে উদ্ধার করে তার পরিচিতরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আশরাফুর পরিবার নিয়ে যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকায় থাকতেন।

তার পরিচিতরা জানান, পূর্ব শত্রুতা জের ধরে শ্যামল নামে এক ব্যক্তি তাকে চুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, শ্যামল নামে এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায় তাকে চুরিকাঘাত করা হয়। পরে শ্যামল পালিয়ে যায়। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। আর শ্যামলকে আটকের জন্য পুলিশ কাজ করছে।

ঢামেক পুলিশ ক্যাম্প থেকে একটি সূত্র জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।