ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

নমপেনে ‘বঙ্গবন্ধু এভিনিউ’ উদ্বোধন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
নমপেনে ‘বঙ্গবন্ধু এভিনিউ’ উদ্বোধন

ঢাকা: কম্বোডিয়ার রাজধানী নমপেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘বঙ্গবন্ধু এভিনিউ’ নামে একটি সড়ক উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার (১৬ জুলাই) এটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রদেশের গভর্নর ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী দুদিনের সরকারি সফরে কম্বোডিয়ায় যান।

শুক্রবার (১৫ জুলাই) সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করেন। আগামী দিনে সম্পর্ক আরও জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মোমেন ও হুন সেন বৈঠকের পরিপ্রেক্ষিতে আজ নমপেনে বাংলাদেশ-কম্বোডিয়া দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোন নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। দুই পররাষ্ট্রমন্ত্রী দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলো পর্যালোচনা করেন। তারা বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য তাদের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।