ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

ফতুল্লায় গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
ফতুল্লায় গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ: ফতুল্লা থানার পাগলার বৈরাগীবাড়ী এলাকায় বান্ধবীর বাড়িতে বেড়াতে আসা তরুণী (১৯) গণধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। তার নাম অজয় মন্ডল।

 

বুধবার (২০ জুলাই) মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন তেতৈই তলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অজয় মন্ডল (২৬) ফতুল্লার পাগলা বৈরাগীবাড়ি এলাকার নগেন ওরফে নগেন মন্ডলের ছেলে।

রাতে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার ও কোম্পানি কমান্ডার এ কে এম মুনিরুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গণধর্ষণের ঘটনায় গত ১৪ জুলাই ভিকটিম বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ধারা ৯(৩) অনুযায়ী ফতুল্লা থানায় একটি গণধর্ষণ মামলা (নং ৩৩) দায়ের করেন। গণধর্ষণের ঘটনায় পলাতক আসামিদের সনাক্তকরণ ও গ্রেফতারে র‌্যাব-১১, সিপিসি-১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ২০ জুলাই র‌্যাব-১১ এর একটি টিম এই মামলার প্রধান আসামি অজয় মন্ডলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক অনুসন্ধান ও এজাহার সূত্রে জানা যায়, গত তিন মাস আগে ভিকটিমের স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে ভিকটিম তার বাবার বাড়িতে অবস্থান করে এবং মাঝে মধ্যে বান্ধবী শ্রাবন্তীর পাগলা বৈরাগীবাড়ীর বাসায় বেড়াতে আসে। গত ১৩ জুলাই রাতে ভিকটিম তার বান্ধবীর বাড়িতে অবস্থান করে। ১৪ জুলাই রাতে বান্ধবীর বাড়ির পাশের দোকান থেকে খাবার কিনে ফেরার পথে ২নং বিবাদী শাওন ভিকটিমের পথরোধ করে কথা আছে বলে গলায় ছুরি ঠেকিয়ে বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই আসামি অজয় মন্ডল ও রনি অবস্থান করছিল। এক পর্যায়ে ভিকটিমকে ইচ্ছার বিরুদ্ধে আসামিরা পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম জ্ঞান হারিয়ে ফেলে।  
আসামিরা ভিকটিমের জ্ঞান ফিরলে ভয়ভীতি দেখিয়ে বাসা থেকে বের করে দেয়। এ মামলার অন্যান্য পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
এমআরপি/এসএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।