ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

বিশ্বম্ভপুরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
বিশ্বম্ভপুরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু  প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।  

রোববার (৩১ জুলাই) বিকেলের দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের তরঙ্গিয়া কৃষ্ণতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো- ওই গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে রুমা আক্তার (৮) ও একই গ্রামের শফিক মিয়ার মেয়ে মারিয়া আক্তার (৮)। এরা একে অপরের মামাতো ফুফাতো বোন। দুই বোনের মধ্যে রুমা স্থানীয় ব্রাক স্কুলে পড়তো।   

ধনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আহমদ আলী বাংলানিউজকে জানান, পরিবারের সবার অগোচরে বিকেলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় দুইবোন। দীর্ঘ সময় ধরে বাড়িতে তাদের না দেখে খোঁজ শুরু করে পরিবারের লোকজন। পরে পুকুর পাড়ে জামা প্যান্ট দেখে সন্দেহ হয়। একপর্যায়ে পুকুরের তলদেশ থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।  

ধনপুর ইউপি চেয়ারম্যান মিলন মিয়া বাংলানিউজকে বলেন, বিষয়টি বিশ্বম্ভপুর থানা পুলিশকে জানানো হয়েছে।
 
বিশ্বম্ভপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনা সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।