ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

বীরগঞ্জে আগুনে দগ্ধ নারী-শিশুসহ ৫ জন 

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
বীরগঞ্জে আগুনে দগ্ধ নারী-শিশুসহ ৫ জন  আহতরা।

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে অগ্নিকাণ্ডে নারী-শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বীরগঞ্জ পোস্ট অফিস এলাকার মরহুম গাদোল ড্রাইভারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নি দগ্ধরা হলেন- ওই এলাকার জাহিদুল ইসলাম (৩৫), শাহানা (৩২) জয় (১৩), সাইদুর (৫) ও শিশুকন্যা লামিয়া (৩)।
   
দগ্ধদের মধ্যে দুইজনকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা কেউই গুরুতর আহত নন।

স্থানীয়দের বরাতে বীরগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তারা জানান, জাহিদুল নিজ বাড়িতে বড় সিলিন্ডার থেকে রান্নার কাজে ব্যবহৃত ছোট সিলিন্ডারে গ্যাস স্থানান্তর করছিলেন। এ সময় অসাবধানতাবশত সিলিন্ডারে আগুন লাগলে তারা দগ্ধ হন। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার স্টেশনের একদল কর্মী এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

অগ্নিদগ্ধের বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার জানান, এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।