ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩১, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
কিশোরীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

বরিশাল: ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অপরাধে ৭২ বছরের বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন আসামির উপস্থিতিতে রায় ঘোষণা ক‌রেন ।

আদালতের বেঞ্চ সহকারী মো. হুমায়ুন কবির মামলার নথির বরাত দিয়ে জানান, দণ্ডপ্রাপ্ত আসামি মাদারীপুর কালকিনি গ্রামের মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের ছেলে মো. তোতা হাওলাদার (৭২)।
রায় ঘোষণার পর পরই আসামিকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

গৌরনদীর দক্ষিণ বিল্লাগ্রামের বা‌সিন্দা ও মামলার বাদী এজাহা‌রে উল্লেখ করেন, আসামি তোতা হাওলাদার ২০১০ সালের ১০ জুন তার ১৪ বছরের মেয়েকে প্রথমে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় বিয়ের প্রলোভন দেখিয়ে। এ সময় অপহৃতার বাবা-মা কেউ বাড়িতে ছিলেন না। ঘটনার সময় আসামি তোতার বয়স ছিলো ৬০ বছর।

এরপর বাদীর মেয়েকে ঢাকায় নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ২০১০ সনের ১৭ জুন মামলা দায়ের করেন ধর্ষিতার মা। ২০১০ সনের ৩১ জুলাই মামলার অভিযোগপত্র দেন গৌরনদী থানার এস আই শাহ জালাল।

আদালত ৫ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অপরহণ মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।  

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, সে‌প্টেম্বর ১৩, ২০২২
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।