ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

চকরিয়ায় যুবককের লাশ, পলাতক স্ত্রী, শ্বশুর-শাশুড়ি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
চকরিয়ায় যুবককের লাশ, পলাতক স্ত্রী, শ্বশুর-শাশুড়ি 

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মানিকনগর পাহাড়ি গ্রামের বাড়ির উঠানে ঝুলন্ত অবস্থায় জাহেদুল ইসলাম নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের শরীরের একাধিক স্থানে জখমের চিহ্ন দেখা গেছে।

ধারণা করা হচ্ছে, পিটিয়ে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দিতে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মানিকনগর পাহাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।  

এদিকে ঘটনার পর থেকে স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ পরিবার সদস্যরা পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

 নিহত জাহেদুল ইসলাম কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব পুঁইছড়া গ্রামের মোহাম্মদ ইউনুছের ছেলে।

নিহত জাহেদের মা জান্নাত বেগমের অভিযোগ- সম্পর্ক করে তার ছেলে জাহেদকে বিয়ে করে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের সোনা আলীর মেয়ে শাওরিন জন্নাত। বিয়ের পর শ্বশুর বাড়ির পাশেই ঘর তৈরি করে বসবাস করছিল তারা। কিন্তু প্রতিনিয়ত ছেলের ওপর শারিরিক ও মানসিক নির্যাতন করা হতো। সর্বশেষ পিটিয়ে হত্যার পর জাহেদের লাশ উঠানের একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। এই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, জাহেদের লাশ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জাহেদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২ 
এসবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।