ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

চুরির অপবাদে কিশোরকে বেঁধে নির্যাতন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
চুরির অপবাদে কিশোরকে বেঁধে নির্যাতন  চুরির অপবাদে নির্যাতনের শিকার কিশোর

দিনাজপুর: চুরির অপবাদে দিনাজপুরের ঘোড়াঘাটে বিজয় (১৭) নামে এক কিশোরকে দেয়ালের পিলারের সঙ্গে বেঁধে মারধরে ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে দুই নির্যাতনকারীকে আটক করে পুলিশ। এর আগে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার ২ নম্বর পালশা ইউপির ডুগডুগিহাট বাজারে এ ঘটনা ঘটে।  

নির্যাতনের শিকার বিজয় ডুগডুগিহাট বাজারের পরিচ্ছন্নতাকর্মী মানিকের ছেলে।  

এ ঘটনায় আটক দু’জন হলেন- দেওগ্রাম এলাকার বাসিন্দ আলম মিয়া (৬২) ও আলম হোসেন (৬৫)। তারা ডুগডুগিহাট বাজারের নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করেন বলে জানা গেছে।  

ওই কিশোরকে নির্যাতনের ৫ মিনিট ৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভিডিওটিতে দেখা যায়, কিশোরের দুই হাত উল্টোদিক দেয়ালের পিলারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। দু’জন ব্যক্তি হাতে লাঠি নিয়ে তাকে মারধর করছেন। নির্যাতনের শিকার ওই কিশোর বারবার বলছে- ‘মুই আর চুরি করুম না, মোক মাফ করে দেও। ’ তারপরেও তার চুল ধরে তাকে চড়-থাপড়  মারতে থাকেন নির্যাতনকারীরা।

স্থানীয়রা জানান, ডুগডুগিহাট বাজারের হাবিবুর রহমানের মুদিখানার দোকানের শার্টার ভেঙে একজন ভেতরে প্রবেশ করলে কিছুটা ফাঁকা হয়ে থাকে ওই দোকানের শার্টার। বাজারে থাকা নিপাপত্তা প্রহরীদের সন্দেহ হলে দোকান মালিককে খবর দেন তারা। খবর পেয়ে দোকান মালিক দোকানের শার্টার খুলে দেখে এক কিশোর তার দোকান ঘরের উপরে থাকা বাঁশের ওপরে বসে আছে। এছাড়াও তার দোকানের টাকা রাখার ড্রয়ারে কোনো টাকা নেই। পরে নিরাপত্তা প্রহরীরা ওই কিশোরকে বারান্দার পিলারের সঙ্গে বেঁধে রাখেন এবং মারধর করেন।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, চুরির অপবাদে ওই কিশোরকে আটকের পর পুলিশকে খবর না দিয়ে নিজেরাই নির্যাতন করেছেন। যা সম্পূর্ণ আইন পরিপন্থি। এ ঘটনায় আমরা দু’জনকে আটক করেছি। নির্যাতনের শিকার কিশোরের বাবাকে মামলার জন্য বলা হয়েছে, তিনি মামলা না করলে আমরা নিজেরাই বাদী হয়ে আটকদের নামে মামলা করব। আটকদের বৃহস্পতিবার সকালে দিনাজপুরের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।