ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে আ.লীগ অফিস ভাঙচুর মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
রূপগঞ্জে আ.লীগ অফিস ভাঙচুর মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে ককটেল বিস্ফোরণ ঘটানোর মামলায় নাজমুল হাসান নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালুপাড়াগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত নাজমুল হাসান বড়ালুপাড়াগাঁও এলাকার রফিক খাঁনের ছেলে।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, ২০২১ সালে বড়ালু পাড়াগাঁও এলাকায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মহিউদ্দিন বাদী হয়ে ৯জনকে নামীয় আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি নাজমুল হাসান। গোপন সংবাদের ভিত্তিত্বে বড়ালুপাড়াগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
এমআরপি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।