হবিগঞ্জ: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলার ৬৭৩টি সার্বজনীন পূজামণ্ডপে সরকারি অনুদান বিতরণ করা হচ্ছে। জেলার ৯টি উপজেলা প্রশাসনের মাধ্যমে মণ্ডপগুলোর প্রতিটিতে ৫০০ কেজি করে চাল বিতরণ শুরু হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলায় চাল বিতরণের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় সার্বজনীন পূজামণ্ডপের সংখ্যা ৬৭৩টি। এগুলোতে ৫০০ কেজি করে মোট চাল বিতরণ হচ্ছে ৩৩৬ মেট্রিক টন। উপজেলা প্রশাসনের মাধ্যমে চালের বিক্রয়লব্দ টাকা পূজা কমিটির নেতাদের হাতে তুলে দেওয়া হয়।
অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি অসম্প্রদায়িক ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সেই কাজটি এখন বাস্তবায়ন করছেন জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশনা দেন।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
আরএ