ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে উপলক্ষে বুড়িগঙ্গায় শিল্পীদের আঁকা ৭৬ ছবি নিয়ে নৌকায় প্রতীকী নৌকাবাইচের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরা খেয়াঘাটে ‘নৌকা ভরা স্বপ্ন’ শীর্ষক এ হাসুমণি'র পাঠশালার ব্যতিক্রমী এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সবসময়ই নারী উন্নয়ন ও নারী প্রগতির কথা বলেন, এ অনুষ্ঠানে লাল সবুজের পোশাকে নারীদের উপস্থিতি সেই প্রগতির অংশ। আর নৌকা হচ্ছে আমাদের স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক এবং আমাদের সিম্বলও নৌকা।
তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এদেশের বিশ্বাসঘাতকরা বাঁচতে দেইনি। তিনি বেঁচে থাকলে এ দেশ বিশ্বের শক্তিশালী দেশে পরিণত হতো। আজ তারই কন্যা যার ধমনিতে বইছে বঙ্গবন্ধুর রক্ত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সত্যিকার অর্থেই এগিয়ে চলছি দুর্বার গতিতে। আজ আমরা সারা বিশ্বের বিস্ময়ে পরিণত হয়েছি।
আমেরিকার ফরেন মিনিস্টার হেনরি কিসিঞ্জার আমাদেরকে ‘বটম লেস বাস্কেট’ বলেছিলেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেই দেশের প্রেসিডেন্ট বারাক ওবামা আফ্রিকায় গিয়ে বলেছেন, যদি উন্নত হতে চাও তবে বাংলাদেশ কে ফলো করো।
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই বাংলাদেশকে সম্ভাবনার বাংলাদেশ হিসেবে গঠন করতে পেরেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে হাসুমণি'র পাঠশালার উদ্যোগে উপস্থিত নারী-পুরুষসহ সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
হাসুমণি'র পাঠশালার প্রতিষ্ঠাতা মারুফা আক্তার পপি'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাস কুমার ঘোষ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক ম ই মামুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেনন্টের চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ হালিম ও জিনজিরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সাকুর হোসেন সাকু।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
এনবি/আরআইএস