মৌলভীবাজার: তথ্য অধিকার আইন বাস্তবায়নে জেলা ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়। জনগণের তথ্য প্রাপ্তির অধিকার ও স্বচ্ছতার সঙ্গে প্রশাসন পরিচালনার জন্য সারা দেশের মধ্যে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ কার্যালয়ের পুরস্কার গ্রহণ করছেন মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসান।
বুধবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে ফিল্ম আর্কাইভ মিলনায়তনে তথ্য কমিশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এ পুরস্কার তোলে দেন।
ইউনেস্কোর সঙ্গে মিলিয়ে ‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ আয়োজন করা হয়।
তথ্য কমিশনার সুরাইয়া বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন এবং তথ্য কমিশনার ড. আবদুল মালেক সভায় বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
বিবিবি/এনএইচআর