মেহেরপুর: ভারতে পাচারের সময় ১৫ কেজি রূপাসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। যার দাম প্রায় ১২ লাখ টাকা।
আটক ব্যক্তিরা হলেন- গাংনী উপজেলার চককল্যানপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকাশ (৩২) ও শওকত আলীর ছেলে রানা আহমেদ (৩৪)। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বামন্দী-তেঁতুলবাড়িয়া সড়কের করমদী মাঠপাড়া থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক
জানান, ভারতে রূপা পাচারের উদ্দেশে একটি চক্র বামন্দী- তেঁতুলবাড়িয়া সড়ক হয়ে সীমান্তে যাচ্ছে- এমন খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল করমদী মাঠপাড়ায় অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলের তিন আরোহীকে থামতে বললে দু’জন মোটরসাইকেল নিয়ে থামলেও অপরজন পালিয়ে যান। পরে পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৫ কেজি রূপা জব্দ করে। সেই সঙ্গে আটক করা হয় দুই পাচারকারীকেও।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আটক দু’জনকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হচ্ছে।
এর আগে বুধবার (২৮ সেপ্টেম্বর) মেহেরপুর শহর থেকে ছয়টি সোনার বারসহ এক নারী ও এক পুরুষকে আটক করে মেহেরপুর সদর থানা পুলিশ।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
এসআই