ঢাকা: বাংলাদেশের মানবাধিকার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, রাষ্ট্রদূত পিটার হাসের আরও জেনে শুনে কথা বলা উচিত। কারণ মানবাধিকার উন্নয়নের ব্যাপারে জননেত্রী শেখ হাসিনার সরকার অনেক অগ্রগতি করেছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব নৌ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী আনিসুল হক বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফেরার আর সুযোগ নেই। কারণ আদালত বলে দিয়েছে এটা অবৈধ। সুতরাং এ ব্যবস্থা আর ফিরে আসার সুযোগ নেই।
খালেদা জিয়ার সাজা বাড়িয়ে যারা রায় দিয়েছেন ভবিষ্যতে তাদের বিচার হবে খালেদার আইনজীবীদের দেওয়া এমন বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল বলেন, এতে আদালত অবমাননা করা হয়েছে, বিষয়টি আদালত দেখবে।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
এমএইচ/আরআইএস