ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিমানবন্দর সড়কে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল কিশোরের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
বিমানবন্দর সড়কে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল কিশোরের

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় অজ্ঞাতনামা (১৪) এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে মহাসড়কের বিমানবন্দর সিভিল অ্যাভিয়েশনের নতুন ভবন সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয়।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, ওই কিশোর ভবঘুরে প্রকৃতির। ওই এলাকার ফুটপাতে থাকতো। জানা গেছে, রাতে সে রাস্তা পার হওয়ার সময় দুইটি বাস রেষারেষি করে চলছিল। তখন একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ছেলেটির নাম-পরিচয় কিছুই জানা যায়নি। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও হাফ হাতা গেঞ্জি। তার নাম পরিচয় ও বাস দুটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।