ঢাকা: ডা. এখলাসুর রহমানকে ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার রেইস’ পুরস্কার হস্তান্তর করা হয়েছে। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) তার কাছে এ পুরস্কার হস্তান্তর করেন।
বাংলাদেশ ও জাপানের চিকিৎসা খাত উন্নয়নে অবদান রাখার জন্য ডা. এখলাসুর রহমানকে এ সম্মাননা দেওয়া হয়।
জাপানের ইয়ামাগাতা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কুল অব মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি নেওয়ার পর দেশটির বিভিন্ন হাসপাতালে কাজ করেন ডা. এখলাস। তারপর দেশে ফিরে জাপানি চিকিৎসা পদ্ধতি চালুর লক্ষ্যে ইয়ামাগাতা-ঢাকা ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রতিষ্ঠা করেন। এ হাসপাতাল থেকে মূলত বাংলাদেশে অবস্থানরত জাপানি নাগরিকদের চিকিৎসা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
টিআর/আরবি