ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে উদ্ধার হলো কোটি টাকার কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
রাজশাহীতে উদ্ধার হলো কোটি টাকার কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি

রাজশাহী: রাজশাহী সীমান্ত থেকে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১ নভেম্বর) রাতে বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (৩১ অক্টোবর) রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমতলা সীমান্ত থেকে কষ্টিপাথরের এই মূর্তিটি উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মূর্তিটি ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ভারতীয় সীমান্তের শূন্য রেখা থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের ভেতর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। বিজিবির ৯ সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। মূর্তিটির ওজন ১০২ কেজি ৭২ গ্রাম।

যার আনুমানিক মূল্য ১ কোটি ২ লাখ ৭২ হাজার টাকা। মূর্তিটি ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে। পরে এই ব্যাপারে সিদ্ধান্ত হবে।  

এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২২
এসএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।