ঢাকা: ৫০০ গ্রাম আইসসহ (ক্রিস্টাল মেথ) অভিজাত এলাকার মাদক সিন্ডিকেটের মূল হোতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
বুধবার (২ নভেম্বর) সকালে তাকে আটকের বিষয়টি জানান ডিএনসি ঢাকা মেট্রো কার্যালয়ের (দক্ষিণ) সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ।
তবে প্রাথমিকভাবে আটকের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
সুব্রত সরকার শুভ বলেন, বুধবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর গেন্ডারিয়ায় ডিএনসি ঢাকা মেট্রো দক্ষিণের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২২
পিএম/জেডএ