ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শনির আখড়ায় গাড়ির ধাক্কায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
শনির আখড়ায় গাড়ির ধাক্কায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু নিহত আফতাব আহমেদ

ঢাকা: রাজধানীর শনির আখড়ায় গাড়ির ধাক্কায় আফতাব আহমেদ (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি কোতোয়ালির ইসলামপুর শাখার পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ছিলেন।

বুধবার (২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

এর আগে, মঙ্গলবার (১ নভেম্বর) রাতে শনির আখড়ার গোবিন্দপুরে একটি গাড়ির গ্যারজের সামনে ঘটনাটি ঘটে।

আফতাব কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার শিমুলআটি গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী মুসলিমাবাদ বাগানবাড়ি এলাকায় থাকতেন তিনি।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার অফিস শেষ করে বাসায় ফিরছিলেন তিনি। পথিমধ্যে গোবিন্দপুরে পৗঁছালে একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আফতাব।

ওসি আরও বলেন, ঘটনার পরপরই গাড়ির চালক রানা মিয়াকে (৪০) আটক করে গাড়িটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।