ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

শেষ হলো জাতীয় সংসদের ২০তম অধিবেশন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
শেষ হলো জাতীয় সংসদের ২০তম অধিবেশন

ঢাকা:  একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শেষ হয়েছে ৷ রোববার (৬ নভেম্বর) রাতে এ অধিবেশন শেষ হয় ৷

এবারের অধিবেশন ছিল সংক্ষিপ্ত, চলে মাত্র ছয় কার্যদিবস ৷ করোনা স্বাস্থ্যবিধি মেনে গত ৩০ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় সংসদের এ অধিবেশন শুরু হয়েছিল।

২০তম এ অধিবেশনে নতুন চারটি আইন পাস হয়েছে ৷ আর একটি আইন প্রণয়ন বিল প্রত্যাহার করা হয়েছে ।


এ অধিবেশন শেষ হওয়ার আগে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সমাপনী বক্তব্যের শুরুতে জানান, এবার ১৭টি অনিষ্পন্ন বিলের মধ্যে পাস হয়েছে ৪টি বিল ও প্রত্যাহার করা হয়েছে একটি বিল। সাতটি বিল উত্থাপিত হয়েছে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ১৯৭২ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণটির রেকর্ড সংসদে বাজিয়ে শোনানো হয়।

বাংলাদেশ সময়:  ২৩৫১ ঘণ্টা,নভেম্বর ০৬, ২০২২
এসকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।