ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় ড্রামের ভেতর বস্তাবন্দি মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
নলডাঙ্গায় ড্রামের ভেতর বস্তাবন্দি মরদেহ

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার সেনভাগলক্ষ্মিকোল এলাকার মফাপাড়া ব্রিজের নিচে সাদা রংয়ের ড্রামে মো. মোজাহার হোসেন (৫৫) নামে এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ পেয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে মরদেহটি পাওয়া যায়।

 

মোজাহারের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার কাতিলা ইউনিয়নের নখোপাড়া গ্রামে। তবে তিনি নওগাঁ জেলার আত্রাই উপজেলার দিঘা পরেশনগর গ্রামে থাকতেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বাংলানিউজকে জানান, সকালে স্থানীয় লোকজন  ড্রামের মধ্যে মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহসহ ড্রামটি উদ্ধার করে এবং রাজশাহীর ক্রাইম সিনকে খবর দেয়। পরে রাজশাহী থেকে ক্রাইম সিনের একটি প্রতিনিধি দল এসে মরদেহ ড্রাম থেকে বের করে। এরপর তার নাম পরিচয় জানা যায়।

ওসি আরও জানান, কে বা কারা কেন তাকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।