ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
নড়াইলে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
 

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় মূল্যতালিকা না থাকা, দাম বেশি রাখা ও বিক্রির জন্য মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
 
মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত লোহাগড়ার উপজেলার লাহুড়িয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক।


 
এসময় জেলা পুলিশের একটি তদারকি টিম অভিযানের সঙ্গে অংশ নেয়।  
 
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার বাংলানিউজকে জানান, অভিযানে জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।