ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফেনীতে যুবলীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
ফেনীতে যুবলীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনায় মামলা

ফেনী: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় শনিবার (১২ আগস্ট) ফেনী মডেল থানায় ১৬ জনকে আসামি করে মামলা রেকর্ড হয়েছে। তবে এখন পর্যন্ত এলাকায় জনমনে আতঙ্ক ও নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ এখন পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।  

পুলিশ জানায়, ঘটনার পর শনিবার ফেনী মডেল থানায় ১৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন ছাত্রলীগ নেতা ও মিয়াজী ভ্যারাইটিজ স্টোরের স্বত্বাধিকারী একেএম কামরুজ্জামান রুবেল।  

কামরুজ্জামান রুবেল এজহারে উল্লেখ করেন, দীর্ঘদিন স্থানীয় এনায়েত উল্লাহ মুন্নাসহ কিছু লোক তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তিনি তা দিতে অস্বীকৃতি জানালে তারা শুক্রবার রাতে তার দোকানে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় তিনি জেলা যুবলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক এনায়েত উল্লাহ মুন্নাসহ ১৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, গতকাল শুক্রবার (১১ আগস্ট) রাতে পাঁচগাছিয়া বাজার এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ১৬ জনের নামে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

এদিকে যুবলীগ নেতা ও স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ডালিম জানান, তিনি ব্যক্তিগত কার্যালয়ে জায়গা-জমি সংক্রান্ত সালিশি বৈঠকে ছিলেন। শোরগোল শুনে বেরিয়ে এলে মিয়াজী এন্টারপ্রাইজে হামলা হচ্ছে দেখে এগিয়ে যান। স্থানীয়রা হামলাকারী একজনকে ধরে পিটুনি দেয়।  

ফেনী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব বলেন, বিকাশ দোকান থেকে ক্যাশ আউট করে টাকা উত্তোলনের সময় দুর্বৃত্তরা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। তাৎক্ষণিক পিংকু নামে এক ব্যক্তি তাতে বাধা দিলে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে আহত করেছে বলে শুনেছি।  

এর আগে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বাজারে গতকাল শুক্রবার রাতে এ ঘটনায় দু’জন আহত হয়েছেন। পাঁচগাছিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ডালিমের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে জেলা যুবলীগের সাবেক সমাজসেবা সম্পাদক এনায়েত উল্লাহ মুন্না ও স্থানীয় যুবলীগ কর্মী সরোয়ার হোসেন রতনের বিরোধ চলে আসছে। এ অবস্থায় গতকাল শুক্রবার রাত ৮টার দিকে পাঁচগাছিয়া বাজারে ছাত্রলীগ নেতা রুবেলের দোকানে বসা ছিলেন ডালিমের অনুসারী হিসেবে পরিচিত হায়দার হোসেন পিংকু। এ সময় ৩০-৩৫ জন যুবক এসে এলোপাতাড়ি হামলা চালিয়ে পিংকুর মাথায় আঘাত করে। তার চিৎকারে পার্শ্ববর্তী অফিস কক্ষে থাকা ডালিমসহ আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীদের ওপর হামলা চালায়। এতে জাবেদ উল্লাহ নামে একজন গুরুতর আহত হন। আহত পিংকু ও জাবেদকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পিংকু পাঁচগাছিয়া বাজার এলাকা ও জাবেদ বিরলী এলাকার বাসিন্দা।  

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।