ঢাকা, বুধবার, ১৭ আশ্বিন ১৪৩১, ০২ অক্টোবর ২০২৪, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভারতের তেল মালিশ করে রাজনীতি করলে হারিয়ে যেতে হবে: রহমত উল্লাহ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
ভারতের তেল মালিশ করে রাজনীতি করলে হারিয়ে যেতে হবে: রহমত উল্লাহ 

ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া বলেছেন, সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে কিছু রাজনৈতিক দলের বৈঠক পরবর্তী বক্তব্য দুরভিসন্ধিমূলক এবং ভারতের তেল মালিশ করে রাজনীতি করলে হারিয়ে যেতে হবে।

বুধবার (২ অক্টোবর-২৪) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি হোটেলে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা আয়োজিত 'ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন ও আগামীর বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রহমত উল্লাহ বলেন, দিল্লি বাংলাদেশের সাথে কূটনৈতিক নতুন সম্পর্ক জোরদার করতে চাইলে পিলখানায় সেনা-গণহত্যা, সীমান্ত চলমান গণহত্যা, শাপলা চত্বরে মুসলিম গণহত্যার ঘটনায় বাংলাদেশের জনগণের কাছে এবং ভারতীয় পরিকল্পনায় অন্যায়ভাবে দক্ষিণ এশিয়ার জনপ্রিয় নেত্রী, বিএনপির চেয়ারপারসনের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক  ও ১/১১'র সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর ভারতীয় 'র' এর পরিকল্পনায় অন্যায়ভাবে যে নির্যাতন চালানো হয়েছে তার জন্য বাংলাদেশের কাছে আগে ক্ষমা চাইতে হবে। তাহলে ভেবে দেখবো ভারতের সঙ্গে সম্পর্ক করা যায় কিনা!

তিনি বলেন, ছাত্র জনতাকে গণহত্যার খুনিকে আশ্রয় দেওয়া ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। ভারত খুনি শেখ হাসিনার দোসর তাদের প্রতিরোধ করা হবে।  

তিনি আরও বলেন, এ সে ভারত! যে দেশ ছাত্র জনতাকে গণহত্যার পর খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। ২৪'র গণঅভ্যুত্থান ও ছাত্র জনতার আন্দোলনে ভারতের পরিকল্পনায় গণহত্যা ঘটেছিল। বাংলাদেশকে রক্তে রঞ্জিত ভারত এখন পার্বত্য চট্টগ্রাম দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছে। দেশবাসী হুঁশিয়ার থাকবেন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
টিএ/জেএইচ

 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।