ঢাকা, বুধবার, ১৭ আশ্বিন ১৪৩১, ০২ অক্টোবর ২০২৪, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জনগণের সরকার না আসা পর্যন্ত বিপ্লবের স্বপ্ন পূরণ হবে না: মাসুদ সাঈদী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
জনগণের সরকার না আসা পর্যন্ত বিপ্লবের স্বপ্ন পূরণ হবে না: মাসুদ সাঈদী 

পিরোজপুর: গণতান্ত্রিকভাবে জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত জুলাই বিপ্লবের স্বপ্ন পূরণ হবে না বলে মন্তব্য করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান, পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ সাঈদী।

পিরোজপুরের জিয়ানগর উপজেলার সদর ইউনিয়নের কালাইয়া রাজিয়া রশীদ মহিলা দাখিল মাদরাসা প্রাঙ্গণে  আয়োজিত সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, পতিত স্বৈরশাসক দেশে ভিন্নমত সহ্য করতে পারতো না। তাই বিরোধী নেতাকর্মীদের ওপর প্রতিদিনই চলতো জেল-জুলুম, নিপীড়ন-নির্যাতন। দেশের গণতন্ত্র মজবুত করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক সহাবস্থান। যেটি খুনি হাসিনা বা ফ্যাসিস্ট আওয়ামী সরকার কখনও করেনি।

মাসুদ সাঈদী বলেন, হাজারো জীবনের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা, বাকস্বাধীনতা এবং কাঙ্ক্ষিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে এখন দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে হবে। এর জন্য প্রয়োজন গনতান্ত্রিকভাবে নির্বাচিত একটি জনগণের সরকার। যে গণতন্ত্রের জন্য বিপ্লব সংঘটিত হয়েছে জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তা পরিপূর্ণতা পাবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত জুলাই বিপ্লবের স্বপ্ন পূর্ণ হবে না।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। গণমানুষের স্বপ্ন পূরণে হওয়া গণবিপ্লবউত্তর সরকারকে সবাই সহযোগিতা করতে চায়। কিন্তু প্রশাসনের মধ্যে যদি এমন লোক থাকে যারা শেখ হাসিনার ১৫-১৬ বছর ক্ষমতা থাকাকালীন ফ্যাসিবাদ লুণ্ঠনে সহায়তা করেছে, তারা এই বিপ্লবের সরকারকে কখনোই সমর্থন দিতে পারে না। তারা যদি ক্যাবিনেট সেক্রেটারি হয়, সচিব হয়, গুরুত্বপূর্ণ দপ্তরে বসে তাহলে নির্বাচন কমিশন, বিচার বিভাগসহ বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের কথা বলা হচ্ছে এই সংস্কার বাস্তবায়ন হবে না। এরা সংস্কার ব্যর্থ করে দেবে।

তিনি বলেন, সরকার ঘোষণা দিয়ে আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্রের লাইসেন্স বাতিল করলেও তা উদ্ধার করতে পারেনি প্রশাসন। এখনো কেন অবৈধ অস্ত্র উদ্ধার হলো না সেটি দেশবাসী জানতে চায়। অস্ত্র উদ্ধার না হলে দেশ অস্থিতিশীল ও সংঘাতময় হবে।  

কালাইয়া রাজিয়া রশীদ মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী জিয়ানগর উপজেলার ৪নং সদর ইউনিয়ন সেক্রেটারী মাওলানা খায়রুল বাশারের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী জিয়ানগর উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জিয়ানগর উপজেলা সেক্রেটারী তাওহিদুর রহমান রাতুল। সমাবেশে আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জিয়ানগর উপজেলার ৪নং সদর ইউনিয়ন আমীর মাওলানা আবু হানিফ, বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল মান্নান শিকদারসহ স্থানীয় ছাত্র ও যুব নেতৃবৃন্দ।

অন্যদিকে পত্তাশী ইউনিয়নের খেজুরতলা বাজারের ব্যবসায়ীদের আয়োজনে মতবিনিময় সমাবেশে বক্তব্য দেন মাসুদ সাঈদী।  

সেখঅনে তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার অনুসারীরা আত্মগোপন করে আছেন। তারা যে কোনো অপকর্ম ঘটিয়ে অতীতের মতো ইসলামপন্থীদের ওপর দোষ চাপাতে পারে। এখনও আওয়ামী লীগ আর তাদের দোসরের বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে। সামনে দুর্গাপূজা আসছে। এই দুর্গাপুজাকে কেন্দ্র করে হাসিনার সন্ত্রাসীরা দেশে নৈরাজ্য ও অশান্তি তৈরি করতে পারে। সেদিকে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।  

আওয়ামী লীগের ১৫ বছরের হাজারো জুলুম-নির্যাতনের পরও বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের মানুষের প্রিয় সংগঠনে পরিণত হয়েছে শুধুমাত্র আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস আর আস্থার কারণে। ষড়যন্ত্রমূলকভাবে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করেছিল কিন্তু জামায়াত ঠিকই বাংলাদেশের মানুষের হৃদয়ে, বাংলাদেশের রাজনীতিতে টিকে আছে আর দিনশেষে ওরাই বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে গেছে।

হাফেজ মাওলানা মো. হাফিজুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং সেতারা স্মৃতি মাধ্যমিক সরকারী মহিলা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশীদের সভাপতিত্বে ও খেজুরতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. সরোয়ার হাওলাদারের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জিয়ানগর উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, পত্তাশী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সোলায়মান খান, পত্তাশী ইউনিয়ন বিএনপির আহবায়ক খান মো. কবির হোসেন, পত্তাশী ইউনিয়ন জামায়াত সেক্রেটারী খান মো. সবির হোসেন, পত্তাশী ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য কবির হোসেন, সাবেক ইউপি সদস্য রুস্তম আলী তালুকদার, পত্তাশী প্রি-প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক (অব) নুরুল আলম পান্নু প্রমুখ।

এর আগে সকাল ১০টায় জিয়ানগরের ১নং বালিপাড়া ইউনিয়নে সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী প্রতিষ্ঠিত চর সাঈদখালী আবাসন প্রকল্প ও ভূমিহীন পরিবারের সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন মাসুদ সাঈদী।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।