ঢাকা, সোমবার, ১২ কার্তিক ১৪৩১, ২৮ অক্টোবর ২০২৪, ২৪ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

পরীক্ষার সময় ছাত্রলীগ নেত্রীকে ধরে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
পরীক্ষার সময় ছাত্রলীগ নেত্রীকে ধরে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

রাজশাহী: রাজশাহীতে কলেজে গিয়ে পরীক্ষা দেওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেত্রীকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা। পুলিশে দেওয়ার আগে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ওই ছাত্রলীগ নেত্রী৷ এ সময় তাকে চুল ধরে মারধর করা হয়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই ছাত্রলীগ নেত্রীকে আটক করে থানায় নিয়ে যায় বোয়ালিয়া থানা পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজশাহী সরকারি মহিলা কলেজে এ ঘটনা ঘটে। আটক ওই ছাত্রলীগ নেত্রীর নাম জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া। তিনি রাজশাহী মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক।

এছাড়া জান্নাতুল তামান্না পিয়া রাজশাহীর সরকারি মহিলা কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। আর রোববার ইসলামিক স্টাডিজ তৃতীয়পত্র পরীক্ষা ছিল তাদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া আজ রাজশাহী সরকারি মহিলা কলেজে ডিগ্রি প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিতে যান। তবে পরীক্ষার সময় তার পাশের সিটে বসা শিক্ষার্থীরা পিয়াকে দেখে চিনে ফেলেন।

বিষয়টি পুরো কলেজ ও আশপাশের শিক্ষার্থীদের মধ্যে জানাজানি হয়ে যায়। এরপর কলেজের ছাত্রী ও ছাত্রদলের কর্মীরা পরীক্ষার হলের বাইরে জড়ো হন। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন। পরীক্ষা শেষের পর ছাত্রীরা পিয়াকে ধরে নিচে নিয়ে আসেন এবং মারধর করেন। এ নিয়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় পরিস্থিতি শান্ত হলে শিক্ষার্থীর ছাত্রলীগ নেত্রী পিয়াকে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। তবে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় পিয়া 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ছাড়াও বিভিন্ন স্লোগান দিতে থাকে। তাই কলেজ থেকে বের করে নিয়ে যাওয়ার সময় অনেকেই তাকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকেন।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, জান্নাতুল ফেরদৌস পিয়ার নামে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। তিনি এজাহারভুক্ত আসামি। মহিলা কলেজ থেকে থানায় আনার পরই তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর আদালতের মাধ্যমে বিকেলেই কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী পিয়ার নামে বিস্ফোরক মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে রোববার বিকেলের মধ্যেই তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৭ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিজ বিভাগের পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার হন। রাবি সমাজকর্ম বিভাগে পরীক্ষা দিতে গেলে বিভাগের সাধারণ শিক্ষার্থীরা তাদের সঙ্গে পরীক্ষায় বসবেন না বলে বাধা দেন। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরের মাধ্যমে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।