যশোর: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাজু আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মুড়লি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল।
ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, রাজুর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এছাড়া তিনি যশোর জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার এজাহারভুক্ত আসামি। আপাতত তাকে এ মামলায় রোববার (৫ জানুয়ারি) আদালতে চালান দেওয়া হবে। এছাড়া রাজুর বিরুদ্ধে অন্যসব অভিযোগের বিষয়টিও পুলিশ খতিয়ে দেখছে।
রাজু আহম্মেদ আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত। পতিত সরকারের আমলের তিনি বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৫
এসআরএস