ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩১, ২৬ সেপ্টেম্বর ২০২৪, ২২ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কর্মসূচি

ঢাকা: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে আবারও কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার (১৯ মার্চ) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে আগামী মঙ্গলবার (২২ মার্চ) জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেওয়া হবে।

এছাড়া আগামী বৃহস্পতিবার (২৪ মার্চ) ঢাকা ছাড়া সব মহানগরীতে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হবে।   আগামী ৩০ মার্চ (বুধবার) সব জেলা সদরে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতীকী অনশন ও আগামী ৩১ মার্চ সব উপজেলা পর্যায়ে একই সময়ে একই কর্মসূচি পালন করা হবে।

এছাড়া আগামী ২ এপ্রিল ঢাকা মহানগরীতে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একই কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, যেসব জেলা, উপজেলায় কর্মসূচির ধার্য তারিখে সম্মেলন থাকবে সেইসব ইউনিটে ঘোষিত এই কর্মসূচি স্থগিত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
এমএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।