ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বদলগাছী-আক্কেলপুর সড়কের তালগাছ পরিচ্ছন্ন করল বসুন্ধরা শুভসংঘ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
বদলগাছী-আক্কেলপুর সড়কের তালগাছ পরিচ্ছন্ন করল বসুন্ধরা শুভসংঘ

নওগাঁর বদলগাছী-আক্কেলপুর সড়কের দুপাশের সারিসারি তালগাছ প্রকৃতিপ্রেমী ও পথচারীদের আকৃষ্ট করে। বিগত বছর এই সড়কের প্রশস্তকরণ কাজ শেষ হলে তালগাছগুলোর সৌন্দর্য আরো বেড়ে যায়।

সম্প্রতি ওই তাল গাছগুলো পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে বসুন্ধরা শুভসংঘ।

নওগাঁ জেলা সড়ক ও জনপদ বিভাগের সহযোগিতায় ও বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ৭ দিন পূর্বে এ কাজ শুরু হয়।

ইতোমধ্যে ৩ শতাধিক তালগাছ পরিষ্কার করা হয়েছে। তালগাছ পরিষ্কার করায় সড়কের সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পথচারীরা। চলতি পথে মোটরসাইকেল, যানবাহন থামিয়ে ছবি, সেলফি তুলছেন তারা। পথচারী সাখাওয়াত ও মধু জানান, তারা নজিপুর থেকে সড়কটি দেখতে এসেছেন। পরিষ্কার করায় তালগাছের সারির সৌন্দর্য ফুটে উঠেছে। তাই ছবি তুলেছেন। গাছগুলি পরিষ্কার করায় সড়কের দুপাশে সৌন্দর্যের বেষ্টনী তৈরি হয়েছে। এতে এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া পড়েছে।

উৎসুক জনতা শুভসংঘের কাছে দাবি করছে, পরিষ্কার করার পর যেন প্রতিটি গাছে চুনকাম করা হয়।  

তালগাছ পরিচ্ছন্নতার কাজ পরিদর্শন করেন নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক। তিনি বলেন, সংস্কার কাজ শেষ হলে গাছে চুনকাম দিয়ে দৃষ্টি নন্দন করে তোলা হবে। এতে সড়কের দুপাশে সারিসারি তাল গাছের সৌন্দর্য বেড়ে যাবে। এখানে বসার জায়গাও তৈরি হবে।

এর আগে সড়ক সংস্কারের কাজ চলার সময়ে ঠিকাদারের লোকজনদের নির্দেশ দেওয়া হয় যাতে প্রয়োজন ছাড়া কোনো তালগাছের ক্ষতি না হয়। অবশেষে প্রত্যাশা স্বপ্ন বাস্তবায়নে কাজ এগিয়ে চলেছে।  

রবিবার (২৪ নভেম্বর) বিকেলে সংস্কার কাজের পরিদর্শনকালে শুভসংঘের বন্ধুদের সঙ্গে উপস্থিত ছিলেন, সাংবাদিক আবু সাঈদ, আবু জর গিফারী, রানা হামিদ, দুলাল সাই, বিধান চন্দ্র সরকার।

তালগাছ পরিচ্ছন্নতার কাজে সহযোগিতা করছেন শুভসংঘের প্রধান উপদেষ্টা ও কালের কণ্ঠের বদলগাছী-মহাদেবপুর উপজেলা প্রতিনিধি, শুভসংঘের বদলগাছী শাখার সভাপতি অধ্যক্ষ গোলাম কিবরিয়া ও সেক্রেটারি মোছাদ্দেক হোসেন মূসা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ