ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

জাবিতে প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে বসুন্ধরা শুভসংঘের গণসচেতনতা কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
জাবিতে প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে বসুন্ধরা শুভসংঘের গণসচেতনতা কর্মসূচি

বসুন্ধরা শুভসংঘের সামাজিক সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ‘প্লাস্টিক ও পলিথিনমুক্ত সমাজ গড়ি, সবুজ বাংলাদেশ গড়ে তুলি’ স্লোগানে জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয়ে (জাবি) গণসচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে বসুন্ধরা শুভসংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) পলিথিনের ব্যবহার রোধে এক আলোচনা সভা ও পরবর্তীতে গণসচেতনতামূলক দেয়াল পোস্টারিং কর্মসূচি পালন করা হয়।

টিএসসিসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ এলাকা এবং আবাসিক হলের দেয়ালে এসব পোস্টার সাঁটানো হয়।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী ও বসুন্ধরা শুভসংঘ জাবি শাখার সহসভাপতি আশুরা আজাদ বলেন, প্লাস্টিক ও পলিথিনের অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।

এগুলো মাটিতে পাঁচশত থেকে হাজার বছর পর্যন্ত অক্ষত থাকতে পারে। প্লাস্টিকের এই দীর্ঘস্থায়ী উপস্থিতি মাটির গুণগত মান ক্ষতিগ্রস্ত করে। মাটির উর্বরতা কমে যায়। এছাড়া, প্লাস্টিক ও পলিথিন পোড়ালে পরিবেশে বিপজ্জনক গ্যাস নিঃসরণ হয়, যা বায়ুদূষণের কারণ। এ ধরনের গ্যাস মানুষের স্বাস্থ্যের জন্য হানিকর ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী।  

তিনি বলেন, শহরাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টির জন্য পলিথিন ও প্লাস্টিক অনেকাংশেই দায়ী। গত বছর ১ অক্টোবর থেকে সুপারশপগুলোতে পলিথিন ব্যবহার না করার নির্দেশনা দিয়েছে সরকার। আমাদের উচিত সরকারকে সাহায্য করা।

পলিথিন ও প্লাস্টিকের বিকল্প হিসেবে নিত্যব্যবহার্য উপকরণগুলোর মধ্যে কাপড়ের ব্যাগ, ধাতব পানির বোতল, এবং কাঁচের জারের ব্যবহার পরিবেশের ওপর চাপ কমাতে সহায়ক। পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের অভ্যাস গড়ে তোলা এখন সমযের দাবি। সবাই উদ্যোগী হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও সবুজ পৃথিবী নিশ্চিত করতে আমরা সক্ষম হবো।  

এ সময় বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী ও বসুন্ধরা শুভসংঘ জাবি শাখার সহ সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বলেন, পলিথিনের বিকল্প হিসেবে পাট জাতীয় পণ্য, কাপড়ের ব্যাগ, কাচ, লোহা সহ যেকল দ্রব্য পুনর্ব্যবহার যোগ্য সেগুলো আমাদের ব্যবহার করতে হবে। সর্বোপরি সকলের মধ্যে পলিথিন ব্যবহারবিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহদী ইসলাম, বসুন্ধরা শুভসংঘ জাবি শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য, প্রত্যাশা রাণী, মহসিন আলী, রাব্বি হোসাইন জীবন, আসমাউল হোসনা, তানিয়া আক্তার ইকরা, মাহফুজা আক্তার, তিথী দাস, ইমরান শুভ, মোহাম্মদ জুবায়ের হোসেন, মোহাম্মদ রাকিব প্রামাণিক, মো. আল আমিন ভুঁইয়া, সোহান ইসলাম, মোহাম্মদ নুরুজ্জামান ও মোহাম্মদ আমানউল্লাহ।  

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৫
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ