ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বোয়ালখালীতে দরিদ্র পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্য সহায়তা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
বোয়ালখালীতে দরিদ্র পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্য সহায়তা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সৈয়দপুর গ্রামের মকবুল আহমদ সওদাগরের বাড়িতে বসবাস করেন সাকি আকতার (৩০) নামে এক গৃহবধূ। পরিবারে তার একটি কন্যা সন্তান রয়েছে।

তার কোনো ছেলে সন্তান না থাকায় উপার্জন করার মতো কেউ নেই। এ অবস্থায় তিনি সংসার চালাতে বেশ দুর্ভোগে পড়েছেন। অচলাবস্থার কথা জানতে পেরে খাদ্য সহায়তা দিয়ে তার পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ।  

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে শুভসংঘের ব্যানারে তার হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।  

খাদ্য সহায়তা পেয়ে সাকি আকতার আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন এবং বসুন্ধরা শুভসংঘ সংশ্লিষ্ট সবার জন্য দোয়া করেন।  

খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের বোয়ালখালী উপজেলা শাখার সদস্য আফিফ চৌধুরী, মো. মোস্তফা সামি, মো. ইব্রাহিম, মো. মোবারক, মো. মুনকাইছির ও সাংবাদিক এস.এম নাঈম উদ্দীন।

স্থানীয়রা বলেন, সাকি আকতারের কোনো ছেলে সন্তান না থাকায় ঘরে উপার্জন করার মতো কেউ নেই। মানুষের বাড়িতে দাওয়াত দিলে ভালো মন্দ কিছু খাবার জুটে তার কপালে। কিন্তু বর্তমান পরিস্থিতি খুব খারাপ বিধায় এখন তেমন কেউ দাওয়াত দিতে দেখা যায় না, ফলে সে অত্যন্ত কষ্টে পড়ে যায়। তার এমন করুণ পরিস্থিতির সময় বসুন্ধরা শুভসংঘ পাশে দাঁড়িয়েছে শুনে আমাদের অত্যন্ত ভালো লাগছে। আমরা চাই বসুন্ধরা শুভসংঘ অসহায় মানুষের মনের আর্তনাদ বুঝে যেন তাদের পাশে দাঁড়ায়।

সাকি আকতার বলেন, ঘরে রান্না করার মতো কোনো চাল ছিল না। এমন সময় চাল, ডাল, পেঁয়াজ, আলু, সোয়াবিন তেল নিয়ে বসুন্ধরা শুভসংঘ আমার পাশে এসে দাঁড়িয়েছে।  

শুভসংঘের কর্মকর্তা ও সদস্যদের এই উদ্যোগ চালু থাকবেন বলে আশা প্রকাশ করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।