ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল বসুন্ধরা শুভসংঘ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল বসুন্ধরা শুভসংঘ

‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানকে ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত ‘মানবদিবস শ্রমিকদের’ মাঝে গত বুধবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিনে নতুন কৃষি অনুষদ ভবনের নিচতলায় এ শীতবস্ত্র বিতরণ করে বসুন্ধরা শুভসংঘের বশেমুরকৃবি শাখা।

এ সময় বশেমুরকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।  

উদ্বোধন শেষে ভাইস-চ্যান্সেলর উপস্থিত শীতার্ত শ্রমিকদের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মো. গোলাম রসুল, পরিচালক (ছাত্র কল্যাণ) ও বসুন্ধরা শুভসংঘ, বশেমুরকৃবি শাখার সভাপতি প্রফেসর ড. মো. সাইফুল আলম, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন, পরিচালক (যানবাহন) প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউদ্দিন কামাল, বসুন্ধরা শুভসংঘের বশেমুরকৃবি শাখার সহ-সভাপতি ও ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের শিক্ষার্থী মাহবুব হাসান, সাধারণ সম্পাদক মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহনাজ আক্তার মীমসহ বসুন্ধরা শুভসংঘের বশেমুরকৃবি শাখার সদস্যরা।

শীতবস্ত্র বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে উপাচার্য এ মহতী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘মানুষ মানুষের পাশে দাঁড়াবে এটাই মনুষ্যত্বের অন্যতম পরিচায়ক। আজকে আমাদের শিক্ষার্থীরা শীতার্তদের জন্য এ শীতবস্ত্র কার্যক্রম পরিচালনা করে এক বিরল মানবিক দৃষ্টান্ত সৃষ্টি করেছে। ’ বক্তব্যে উপাচার্য মানবিক যে কোনো কাজে সহায়তা প্রদানের আশ্বাস দেন।

বসুন্ধরা শুভসংঘের বশেমুরকৃবি শাখার সহ-সভাপতি মাহবুব হাসান বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের কার্যক্রম কেবল শীতবস্ত্র বিতরণের কাজে থেমে নেই। এতিমখানা, বৃদ্ধাশ্রম, দরিদ্র ও মেধাবীদের সহায়তা, ঈদ সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণসহ স্বাবলম্বীকরণ কার্যক্রমে বসুন্ধরা শুভসংঘ নিজেদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানবিক সহায়তা দিয়ে থাকে। ’

এদিকে, শীতবস্ত্র পেয়ে উপস্থিত শ্রমিকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, শুভসংঘ বশেমুরকৃবি শাখা ২০১৯ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকেই নানা মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে মানবতার কাজে সহায়তা করে আসছে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জুনয়ারি ০৪, ২০২৫
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ