ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

পাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের সদস্য সংগ্রহ সপ্তাহ শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
পাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের সদস্য সংগ্রহ সপ্তাহ শুরু

পাবিপ্রবি, (পাবনা): পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বসুন্ধরা শুভসংঘের সপ্তাহব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম আগামী ৬ ডিসেম্বর (শুক্রবার) রাত ১১টা পর্যন্ত চলবে।

রোববার (১ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের এলিভেটেড পাথওয়ের নিচে সদস্য সংগ্রহ বুথ উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।  

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক প্রান্তিক সরকার, দপ্তর সম্পাদক আহসান উল্যা আলিফ, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক শোভন রায়হান, প্রচার সম্পাদক ফিজ্জুল মাহিন, কর্ম ও পরিকল্পনা সম্পাদক ফাতেমা তাসনিম।

বসুন্ধরা শুভসংঘের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক আহসান উল্যা আলিফ বলেন, অক্টোবরের ২৬ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের সবগুলো সংগঠনই নবীন শিক্ষার্থীদের লক্ষ্য করে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। আমরাও আজকে থেকে নতুন শিক্ষার্থীদের লক্ষ করে আজ থেকে আমাদের কার্যক্রম শুরু করেছি। তবে শুধু নবীন ব্যাচ নয় বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা যদি আমাদের সংগঠনে যুক্ত হতে চায় আমরা তাদের সদস্য করছি।

শিক্ষা ও পাঠচক্র সম্পাদক শোভন রায়হান বলেন, সদস্য সংগ্রহের জন্য আমরা নতুন ব্যাচের ক্লাসে ক্লাসে যাচ্ছি। তাদেরকে আমাদের সংগঠনের সদস্য হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যারা আমাদের সংগঠনের সাথে কাজ করতে আগ্রহী তাদের আমাদের নির্ধারিত ফর্ম দিয়ে সদস্য বানাচ্ছি। এছাড়াও আমরা বুথে বসছি।

বুথে এসেও অনেকে সদস্য ফর্ম পূরণ করছে। আমাদের বুথের কার্যক্রম আগামী ৪ ডিসেম্বর (বুধবার) পর্যন্ত চলবে। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আমাদের বুথের কার্যক্রম চলবে। সদস্য সংগ্রহ কার্যক্রম শেষ করে নবীন শিক্ষার্থীদের নিয়ে বনভোজন আয়োজনের মধ্য দিয়ে তাদের বরণ করে নেব।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।