ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বদলে গেল আইপিএল ম্যাচের সূচি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
বদলে গেল আইপিএল ম্যাচের সূচি

খেলা চলাকালীনই বদল আনতে হলো আইপিএলের সূচিতে। আগামী ৪ মে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের।

কিন্তু সেই ম্যাচটি একদিন এগিয়ে আনা হয়েছে।

মূলত আগামী ৩ মে লক্ষ্ণৌয়ে অনুষ্ঠিত হবে পৌরসভা নির্বাচন। সে কারণেই আনুষ্ঠানিক বিবৃতির দিয়ে সূচিতে পরিবর্তন আনায়। ওই বিবৃতিতে লেখা হয়, ‘আইপিএলের ৪৬তম ম্যাচটি হবে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ও চেন্নাই সুপার কিংসের মধ্যে। লক্ষ্ণৌয়ে এই ম্যাচের তারিখ ঠিক করা ছিল ৪ মে ২০২৩। কিন্তু নতুন করে ৪ মে নির্ধারণ করা হয়েছে এ ম্যাচের সূচি। লক্ষ্ণৌয়ে পৌরসভা নির্বাচনের কারণে ম্যাচটি ৪ মে-তে নিয়ে আসা হয়েছে। তবে ম্যাচ শুরুর সময় পাল্টানো হয়নি। ’

আগের মতো বাংলাদেশ সময় বিকাল ৪টায় নামবে দুই দল। তবে সূচি পাল্টানোর কারণে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের খেলোয়াড়েরা তখন বিশ্রামের জন্য খুব বেশি সময় পাবেন না।

কেননা ১ মে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। চেন্নাইয়ের খেলোয়াড়েরা লক্ষ্ণৌর চেয়ে বিশ্রামের বেশি সময় পাবেন। ৩০ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলে ৪ মে মাঠে নামবে চেন্নাই।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।