ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন সিরাজকে দুর্নীতির প্রস্তাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন সিরাজকে দুর্নীতির প্রস্তাব

ফেব্রুয়ারি মাসে চার ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফরে আসে অস্ট্রেলিয়া। সিরিজ চলাকালীন মোহাম্মদ সিরাজের কাছে ভারতীয় দলের ভেতরের খবর জানতে চেয়েছেন এক চালক।

বিষয়টি বিসিসিআইকে অবহিত করেছেন তিনি।  

জানা যায় বাজিতে বিশাল অঙ্কের অর্থ খুইয়ে এমন কাজ করেছেন ওই ব্যক্তি। সিরাজ বিষয়টি জানানোর পরপরই সেই লোকেবর পরিচয় খুঁজে বের করে অ্যান্টি করাপশন ইউনিট। ইতোমধ্যে তাকে আটক করা হয়েছে বলেও জানান বিসিসিআইয়ের এক কর্তা।

ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে তিনি জানান, ‘সিরাজকে প্রস্তাব দেওয়া ব্যক্তি কোনো বাজিকর ছিল না। সে হায়দরাবাদের একজন চালক। আসলে সে ম্যাচে বাজি ধরায় আসক্ত। সে বাজিতে অনেক অর্থ খোয়ানোর পর সিরাজের কাছে ভেতরের খবর জানতে চেয়েছিল। সঙ্গে সঙ্গে সিরাজ বিষয়টি কর্তৃপক্ষকে জানায়। ’

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।