ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তানের যুবারা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
বাংলাদেশ সফরে আসছে পাকিস্তানের যুবারা সংগৃহীত ছবি

পুর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।  

আগামী ২৬ এপ্রিল ঢাকায় আসবে পাকিস্তানের যুবারা।

এরপর দুই দল একটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ম্যাচগুলো গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে।

বাংলাদেশ দল ২৫ এপ্রিল চট্টগ্রামে পৌঁছে চারদিন অনুশীলন করবে। আর পাকিস্তান দল পরদিন ঢাকায় নেমে সরাসরি চলে যাবে চট্টগ্রামে। সেখানে তিনদিন অনুশীলন করবে তারা।

চট্টগ্রামে ৩০ এপ্রিল থেকে একমাত্র যুব টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। এরপর একই ভেন্যুতে সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৬ ও ৮ মে। সিরিজের বাকি ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি হবে রাজশাহীতে। ওয়ানডে হবে যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মে এবং একমাত্র টি-টোয়েন্টি হবে ১৭ মে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।