আগেই ঘোষণা দিয়েছিলেন এই বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাবেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। নিজের শেষ বিশ্বকাপে রয়েছেন স্বপ্নের ফর্মে।
এক বিশ্বকাপে চার সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ডি কক। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা সেঞ্চুরির পর বাংলাদেশ এবং সর্বশেষ আজ নিউজিল্যান্ডের বিপক্ষেও তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছালেন।
চার সেঞ্চুরির রেকর্ডে লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার (২০১৫ বিশ্বকাপ) পাশে বসলেন ডি কক। আর একটি সেঞ্চুরি হলেই ছুঁয়ে ফেলবেন রোহিত শর্মার এক আসরে (২০১৯ বিশ্বকাপ) সর্বোচ্চ পাঁচ সেঞ্চুরির রেকর্ড। মজার ব্যাপার হচ্ছে, এবারের আগে বিশ্বকাপে ডি ককের শতরানের ইনিংস ছিল না একটিও।
শুধু এখানেই থেমে থাকেননি, এক বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটাও এখন ডি ককের দখলে। এছাড়া প্রথম ব্যাটার হিসেবে চলতি বিশ্বকাপে ৫০০ রানের মাইলফলকে পা রেখেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৩
এআর/আরইউ