নারী ক্রিকেটে বাংলাদেশের সাফল্য খুব একটা নেই। ওই সাফল্যটুকুও এসেছে বোলারদের হাত ধরে।
ব্যাটাররা দীর্ঘদিন ধরেই আছেন অফ ফর্মে। এবারের বিশ্বকাপের আগেও তাদের নিয়ে দুশ্চিন্তায় আছেন হেড কোচ হাশান তিলকারাত্নে। বিশ্বকাপে যাওয়ার আগের সংবাদ সম্মেলনেও সেটি লুকাননি তিনি।
লঙ্কান এই কোচ বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। ব্যাটিংটা চিন্তার জায়গা, কিন্তু শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে কিছু ইতিবাচক দিক ছিল। আমরা আত্মবিশ্বাসী। আমি নিশ্চিত ব্যাটাররা আমাদের ম্যাচ জেতাবে। ’
এবারের বিশ্বকাপে টপ অর্ডারে বাংলাদেশের ভরসা সাথী রাণী। সবশেষ নারী জাতীয় লিগে ৬ ম্যাচে ২৮৪ রান এসেছে তার ব্যাট থেকে। দুটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি। এই ব্যাটারকে নিয়ে আশাবাদী হাশান।
তিনি বলেন, ‘সে (সাথী) ঘরোয়া টুর্নামেন্টে দুইটা সেঞ্চুরি হাঁকিয়েছে। আমাদের কারো কাছ থেকে প্রথম ছয় ওভারে ২০-২৫ রানের দরকার হয়। তার ওই সামর্থ্য ও টেকনিক্যাল জ্ঞান আছে। টেকনিক্যালি অনেক ভালো। ’
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এমএইচবি/এমএইচএম