সাকিব আল হাসানকে নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। শুরুতে রাজনৈতিক কারণে তাকে নিয়ে আলাপ ছিল কিছুদিন।
এজন্য বোলিংয়েও নাকি তার অসুবিধা হচ্ছে। নির্বাচক হান্নান সরকারও সাকিবকে পর্যবেক্ষণের কথা জানান। এরপর থেকে তার খেলা নিয়ে নতুন সংশয় তৈরি হয়। এ নিয়ে জানতে চাওয়া হয়েছিল হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে।
উত্তরে কানপুর টেস্টের আগের সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'সাকিবের সম্পর্কে বলব, তাকে নিয়ে এই মুহূর্তে কোনো সংশয় নেই। আমি ফিজিও বা কারো কাছ থেকে কিছু শুনিনি। কাজেই সে খেলার জন্য প্রস্তুত। '
চেন্নাই টেস্টে সাকিবের মাঠের পারফরম্যান্সও খুব একট আশা জাগানিয়া নয়। দুই ইনিংসের কোনোটিতেই উইকেট পাননি। ব্যাট হাতে প্রথম ইনিংসে ৩২ ও দ্বিতীয়টিতে ২৫ রান করেন।
সাকিবের পারফরম্যান্স নিয়ে অবশ্য চিন্তার কিছু দেখছেন না হাথুরুসিংহে। তিনি বলেন, 'আমি শুধু তার পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট নই। কিন্তু সবমিলিয়ে যে পারফরম্যান্স, তাতে হতাশ। আমরা আরও ভালো করতে পারতাম। আমি নিশ্চিত সাকিব নিজেও ভাবছে সে আরও ভালো করতে পারতো। '
'আমরা সবাই জানি তার (সাকিবের) সামর্থ্য কতটা। আমার মনে হয় দ্বিতীয় ইনিংসে খুব ভালো ব্যাট করেছে। সে আরও ভালো করতে পারেনি। তবে সেটি সেরা সময় পেছনে ফেলার কারণে নয়। বরং প্রতিপক্ষের মানের কারণে। '
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এমএইচবি/এমএইচএম