ঢাকা, বুধবার, ১০ আশ্বিন ১৪৩১, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

র‍্যাংকিংয়ে উন্নতি শান্ত-হাসানের, পেছালেন সাকিব-মুশফিক-লিটন 

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
র‍্যাংকিংয়ে উন্নতি শান্ত-হাসানের, পেছালেন সাকিব-মুশফিক-লিটন  সংগৃহীত ছবি

পাকিস্তানে টেস্ট সিরিজ জেতার পর টেস্ট র‍্যাংকিংয়ে লাফ দিয়েছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং লিটন দাস। কিন্তু ভারতের মাটিতে প্রথম টেস্ট শেষে তিনজনেরই অবনতি হয়েছে।

তবে উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের।

চেন্নাই টেস্টে স্বাগতিক ভারতের কাছে ২৮০ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের দুই ইনিংসে যথাক্রমে ২২ ও ১ রান করেন লিটন। আর তাতে টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে ৫ ধাপ পিছিয়ে ২০তম স্থানে নেমে গেছেন এই উইকেটকিপার-ব্যাটার।  

মুশফিক দুই ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ২১ রান। এই ডানহাতি উইকেটকিপার-ব্যাটার পিছিয়েছেন ৬ ধাপ। তার বর্তমান অবস্থান ২৩তম স্থানে। তবে প্রথম ইনিংসে ৩২ ও দ্বিতীয় ইনিংসে ২৫ রান করা সাকিব এগিয়েছেন ১ ধাপ (৪৩তম স্থানে)।  

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে বড় লাফ দিয়েছেন শান্ত। প্রথম ইনিংসে ২০ রান করা এই বাঁহাতি ব্যাটার দ্বিতীয় ইনিংসে করেছেন ৮২ রান। আর তাতে ১৪ ধাপ এগিয়ে ব্যাটারদের র‍্যাংকিংয়ে ৪৮তম স্থানে উঠে এসেছেন তিনি।  

অন্যদিকে ব্যাটারদের মধ্যে ১১ ধাপ পিছিয়ে ৫৮তম স্থানে নেমে গেছেন মুমিনুল হক। এক ধাপ পিছিয়েছেন জাকির হাসান (৭০তম স্থান)। তবে দুই ধাপ উন্নতি হয়েছে ওপেনার সানমান ইসলামের (৯১তম)।

ব্যাটারদের র‍্যাংকিংয়ে ৫ ধাপ করে পিছিয়েছেন ভারতের রোহিত শর্মা (১০ম স্থানে) বিরাট কোহলি (১২তম)। উল্টোদিকে ৫ ধাপ এগিয়েছেন দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকানো ভারতীয় ব্যাটার শুবমান গিল (১৪তম স্থান)। এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছেন যশস্বী জয়সওয়াল।  

এছাড়া ৩ ধাপ এগিয়ে রবীন্দ্র জাদেজা উঠে এসেছেন ৩৭তম স্থানে। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ৮৬ রান। ৭ ধাপ এগিয়ে ৭২তম স্থান দখল করেছেন দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকানো রবিচন্দ্রন অশ্বিন।  

এদিকে বোলারদের র‍্যাংকিংয়ে ৬ ধাপ পিছিয়েছেন চেন্নাই টেস্টে কোনো উইকেট না পাওয়া বাংলাদেশের সাকিব। তবে ৫ ধাপ এগিয়েছেন প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়া পেসার হাসান মাহমুদ। তারচেয়ে বড় লাফ দিয়েছেন তাসকিন আহমেদ। দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট পাওয়া এই পেসার ৮ ধাপ এগিয়ে উঠেছেন ৬৩তম স্থানে। আর এক ধাপ এগিয়ে ৭৮তম স্থানে তরুণ ফাস্ট বোলার নাহিদ রানা।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।