ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাবরকে বাদ দেওয়ার বিরোধিতা করে শোকজ খেলেন ফখর

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
বাবরকে বাদ দেওয়ার বিরোধিতা করে শোকজ খেলেন ফখর

ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় ও শেষ টেস্টের দল থেকে বাবর আজমকে বাদ দেওয়া নিয়ে বেশ হইচই পড়ে গেছে। তাকে বাদ দেওয়া 'স্টুপিড সিধান্ত' বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

দুঃসময়ে বাবরের পাশে দাঁড়িয়েছেন তার সতীর্থ ফখর জামানও। যে কারণে তাকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

নিজের 'এক্স' হ্যান্ডেলে ফখর জামান লিখেছেন, 'দলের সেরা ব্যাটার'-কে বাদ দেওয়া 'চিন্তার বিষয়' এবং এধরনের সিদ্ধান্ত দলের ভেতরে নেতিবাচক বার্তা দিচ্ছে। এমনকি ফখর সরাসরি বোর্ডের প্রতি সিদ্ধান্ত বদলানোর আহ্বানও জানিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টের স্কোয়াড ঘোষণার মিনিট পাঁচেক আগে ফখর ওই পোস্ট করেন। পরে দেখা যায়, ফখরের কথাই সত্যি। বাবর ছাড়াও বাদ পড়েন শাহিন আফ্রিদি ও নাসিম শাহ।

ফখর লিখেছেন, 'বাবর আজমকে বাদ দেওয়ার কথা শোনা যাচ্ছে, যা চিন্তার ব্যাপার। ২০২০ ও ২০২৩ সালের মধ্যবর্তী সময়ে বিরাট কোহলি যখন খুব বাজে ফর্মে ছিল- তার গড় ছিল যথাক্রমে ১৯.৩৩, ২৮.২১ এবং ২৬.৫০; তখনও কিন্তু তাকে দল থেকে বাদ দেওয়া হয়নি। আমরা যদি দলের সবচেয়ে সেরা ব্যাটার, যাকে পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা বলা যায়- তাকে এভাবে বাদ দেওয়া হয়, তাহলে সেটা দলের ভেতরে নেতিবাচক বার্তা হিসেবে যায়। এখনও সময় আছে; আমাদের সেরা খেলোয়াড়দের অবমূল্যায়ন না করে তাদের সুরক্ষা দিতে হবে। '

পিসিবি ফখরকে এমন পোস্ট দেওয়ায় শোকজ করে ব্যাখ্যা দেওয়ার জন্য সাত দিন সময় বেঁধে দিয়েছে। তাতে পিসিবির সঙ্গে ফখরের দূরত্ব আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। গত মাসেই তিনি পিসিবির এক পরিচালকের বিরুদ্ধে বোর্ড চেয়ারম্যান মহসিন নকভির কাছে দুর্ব্যবহারের অভিযোগ জানিয়েছিলেন। ফখরের অভিযোগ ছিল, বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলার এনওসি (অনাপত্তিপত্র) দিতে গড়িমসি করেছেন পিসিবির আন্তর্জাতিক ক্রিকেট অপারেশনসের পরিচালক উসমান ওয়াহলা। তবে পিসিবির পক্ষ থেকে এখন পর্যন্ত সেই অভিযোগের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।