ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

লঙ্কা টি-টেন লিগে দল পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
লঙ্কা টি-টেন লিগে দল পেলেন সাকিব

ভারতের বিপক্ষে ব্যর্থ টেস্ট সিরিজ শেষ করে বাংলাদেশ এখন তৈরি হচ্ছে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে মোকাবেলার। এই সিরিজের প্রথম টেস্টে শেষবারের মতো তাদের সঙ্গে থাকবেন সাকিব আল হাসানও।

ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে অবশ্য এখনও দেশে পৌঁছাননি তিনি। এরই মধ্যে লঙ্কা টি-টেন লিগে দল পেয়েছেন এই অলরাউন্ডার।

আগামী ডিসেম্বরে শুরু হওয়া এই টি-টেন লিগে গল মারভেলসের হয়ে খেলবেন সাকিব। প্লাটিনাম ক্যাটাগরি থেকে তাকে সরাসরি সাইনিংয়ে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।  

আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আসরটি ফাইনালের মাধ্যমে শেষ হবে ২২ ডিসেম্বর। এই টুর্নামেন্টে সর্বমোট ছয়টি দল খেলবে। প্রতিটি স্কোয়াডে আন্তর্জাতিক ক্রিকেটার থাকবেন সাতজন করে, শ্রীলঙ্কার স্থানীয় ক্রিকেটার থাকবেন দশজন।  

এদিকে সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলতে কখন আসবেন তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। তবে বিসিবির সূত্র বলছে যুক্তরাষ্ট্র থেকে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে অথবা শুক্রবার (১৮ অক্টোবর) সকালে ঢাকায় পা রাখবেন এই অলরাউন্ডার।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।